Skip to main content

সংক্ষেপে কোরআন খতমের উপায়: 

‘সূরা ইখলাস’ কোরআন মাজীদের এক তৃতীংশের সমান, ‘সূরা নাসর’ কোরআন মাজীদের এক চতূর্থাংশের সমান, ‘সূরা কাফীরূন’ কোরআন মাজীদের এক চতূর্থাংশের সমান ‍এবং ‘সূরা যালযালাহ’ কোরআন মাজীদের এক চতূর্থাংশের সমান। (সুনান আল-তিরমিযী: ২৮৯৫) ।

সূতরাং ‘সূরা ইখলাস’, ‘সূরা নাসর’, সূরা কাফিরূন’ এবং ‘সূরা যালযালাহ’ এক বৈঠকে তেলাওয়াত করা এক খতম কোরআন তেলাওয়াতের নামান্তর।

 

 

কোরআন মাজীদে ‘বিসমিল্লাহ’ এর বর্ণনা:

কোরআন মাজীদের ১১৪টি সূরার মধ্যে সূরা নামল এ ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ দুই বার এসেছে: শুরুতে এক বার এবং মাঝখানে এক বার। সূরা তাওবা এ ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ নেই। বাকী ১১২টি সূরার শুরুতে এক বার করে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ এসেছে।  সুতরাং কোরআনুল কারীমে মোট ১১৪ বার ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ এসেছে।

এক নজরে কোরআন মাজীদ:

কোরআন মাজীদে মোট ৩০টি পারা, ৬০টি হিযব, ১১৪টি সূরা, ৬২৩৬টি আয়াত, ৭৭৪৩৯টি শব্দ এবং ৩২৩৬৭১টি হরফ আছে। কোরআন মাজীদের সবচেয়ে বড় সূরা ‘সূরা আল-বাক্বারাহ’ এবং সবচেয়ে ছোট সূরা ‘সূরা আল-কউছার’।

মূল এজেন্ডা

আজকের কোরআনিক জ্ঞান

আজকের হাদীস

মুসলিম হিসেবে যা জানতেই হবে

আজকের দোয়া

Dhaka, Bangladesh
Monday, 18th August, 2025
SalatTime
Fajr4:30 AM
Sunrise5:35 AM
Zuhr12:02 PM
Asr3:29 PM
Magrib6:29 PM
Isha7:34 PM
error: Content is protected !!